ঢাকাSaturday , 22 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

স্কুলব্যাগ কাধে ঝোলানোর বয়সে সংসারের হাল ধরেছেন নাজমুল-রাশেদুল

Mahamudul Hasan Babu
November 22, 2025 12:46 pm
Link Copied!

মো. রাকিবুল ইসলাম বাবু, উত্তর (কুড়িগ্রাম) প্রতিনিধি:স্কুলব্যাগ কাধে ঝোলানোর বয়সে সংসারের হাল ধরেছেন নাজমুল-রাশেদুল। ভাগ্যের নির্মম পরিহাস ২০১৫সালে বাবা মোজাম্মেল হকের মৃত্যুর পরে তার মা স্টোক করে শয্যাশায়ী এবং স্বামীর শোকে স্ত্রী নাজমা বেগম অসুস্থ হলে ৫ সদস্যর পরিবারে নেমে আসে দুর্ভিক্ষ। অভাবের তাড়নায় ২০১৯সালে নাজমূল ও রাশেদুল লেখাপড়া বাদ দিয়ে ঢাকায় গিয়ে করছেন দর্জির কাজ। বাড়ীতে শয্যাশায়ী মা ও দাদীর সেবা করছে কিশোরী আরবী।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের সবেদের মোড় এলাকার হতদরিদ্র মৃত আব্দুর রহমানের পুত্র দর্জি মোজাম্মেল হকের তিন শতক জমিতে বসতবাড়ী। ২০১৫সালে দর্জি মোজাম্মেল হক স্টোক করে মৃত্যু হলে তার স্ত্রী নাজমা বেগমের সংসারে শুরু অভাব অনটন। নাজমা বেগম শত কষ্টের মাঝেও কিশোরি কন্যা আরবী আক্তার ও দুই শিশু পুত্র নাজমূল হাসান, রাশেদুল ইসলাম কে স্কুলে পড়াশুনা করাতেন। ২০১৯সালে নাজমা ভীষণ অসুস্থ হয়ে পড়লে সংসারে নেমে আসে ভয়াবহ দুর্ভিক্ষ। প্রায় দিনই থাকতে হয় অনাহারে। অভাবের তাড়নায় ২০১৯সালে শিশু নাজমূল হাসান (১৫বছর) ৫ম শ্রেণি এবং রাশেদুল ইসলাম (১৩বছর) ৩য় শ্রেণির লেখাপড়া বাদ দিয়ে ঢাকায় গিয়ে শুরু করে দর্জির কাজ এবং দু’জনে যা উপার্জন করছে তা দিয়ে টানাটানি করে চলছে সংসার। ভাগ্যের নির্মম পরিহাস ২০২৩সালে নাজমার শাশুড়ী ময়জন বেওয়া পুত্রের শোকে স্টোক করে শয্যাশায়ী এবং গত ৪মাস আগে নাজমা বেওয়াও স্টোক করে শয্যাশায়ী হয়ে পড়েন। অর্থাভাবে নেই তাদের চিকিৎসা। আরবী আক্তার ২০২৩সালে ৭ম শ্রেণির লেখাপড়া বাদ দিয়ে শয্যাশায়ী মা ও দাদির সেবায় ক্লান্ত। পরিবারটি এখনো একবেলা কিংবা অধাবেলা খেয়ে দিন যাপন করছে।

নাজমূল হাসান ও রাশেদুল ইসলাম বলেন, বাবার মৃত্যুর পর ২০১৯সালে মা ভীষণ অসুস্থ হলে আমরা দু’জন লেখাপড়া ছেড়ে শিশু বয়সে ঢাকায় দর্জির কাজ করে কোনমতে সংসার চালাচ্ছি। মোজাম্মেল হকের অসুস্থ স্ত্রী নাজমা বেওয়া কান্না জ্বড়িত কন্ঠে বলেন, আমি অচল। আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। আরবী আক্তার বলেন, আব্বু ২০১৫সালে মৃত্যুর পর অর্থের অভাবে লেখাপড়া বাদ দিয়েছি। আমার মা ও দাদি শয্যাশায়ী। ছোট দুই ভাই চরম অভাবে লেখাপড়া বাদ দিয়ে ঢাকায় দর্জির কাজ করে। আমার ভবিষ্যত অন্ধকার। মোজাম্মেল হকের বোন বলেন, মোজাম্মেল মারা যাওয়ার পর সংসারে অভাবের কারণে তিন সন্তান লেখাপড়া থেকে বঞ্চিত। সরকারের সহযোগিতা কামনা করেন।

স্থানীয়রা জানায়, তিন শতক জমিতে বসতভিটা। মোজাম্মেল হকের মৃত্যুর কারণ এবং তার স্ত্রী ও মা স্টোক করে শয্যাশায়ী। ফলে তিন সন্তান লেখাপড়া ছেড়ে দেয়। নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন বলেন, ইউএনও এর মাধ্যমে শয্যাশায়ী ময়জন ও নাজমা কে ভাতার আওতায় নিতে আসা হবে এবং সরকারীভাবে সহযোগিতা করা হবে।