রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ‘ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ’ নামে নতুন একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত ২১ নভেম্বর বসুরহাটে চবিয়ানদের প্রাণবন্ত এক মিলনমেলায় সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল হাই সেলিমকে প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিজেএমইএ’র সহ-সভাপতি সাইফ উল্লাহ মানসুরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কোম্পানীগঞ্জে অবস্থানরত সাবেক ও বর্তমান চবিয়ানদের সর্বসম্মত মতামতের ভিত্তিতেই এ কমিটি গঠিত হয়।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও কোম্পানীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. সাহাব উদ্দিন, আমেরিকা প্রবাসী আহসানুল্লাহ মিন্টু, সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক মো. আবুল হাসান, ব্যাংকার সাইফ উল্লাহ শাহেদ, আবুল বাশার, গোলাম আযাদ, আশরাফ উদ্দিন রিপন, আব্দুল্লাহ আল মামুন, গোলাম রাব্বানী ইমার, ফয়সাল, শুভ, শিক্ষাবিদ ফখরুদ্দিন, আলী হোসেন রিংকু, হাম্মাদুর রহমান, মুজাহিদুল ইসলামসহ প্রায় ৫০ জন সাবেক চবিয়ান।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, ‘ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ’ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে পরিচালিত হবে। এখানে প্রাক্তন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা একসূত্রে বদ্ধ হবেন এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য শিক্ষা, ক্যারিয়ার ও দিকনির্দেশনামূলক সহায়তা প্রদান করা হবে।
সংগঠনটির মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষা উন্নয়ন, ক্যারিয়ার গাইডলাইন, সামাজিক সহযোগিতা এবং জনকল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। নেতারা আশা প্রকাশ করেন—নতুন এই উদ্যোগ কোম্পানীগঞ্জের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
