বিশ্বজিৎ সিংহ রায় স্টাফ রিপোর্টার:মাগুরার মহম্মদপুর উপজেলার-৪ নং-রাজাপুর ইউনিয়ন-শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজপাট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ জনসভা সম্পন্ন হয় ।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম.বি. বাকের।তাঁর বক্তব্যে তিনি বলেন,“আমরা আমাদের দেশটাকে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন,সর্বভৌম, মানবিক ও আদর্শিক কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়তে চাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রাজাপুর ইউনিয়ন শাখার আমীর,মাওলানা তরিকুল ইসলাম।সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ তৌহিদুর রহমানের সঞ্চালনায় জনসভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক মাওঃ মাহবুবুর রহমান,জেলা মজলিসে সূরা কর্ম পরিষদ সদস্য, মাওলানা নূর আহমেদ আলী,মোঃ জোবায়ের হোসেন (সেক্রেটারি,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাগুরা-জেলা), প্রনয় কুমার বিশ্বাস (সাংগঠনিক সম্পাদক,জেলা অমুসলিম শাখা),ডাঃ মোঃ রফিকুল ইসলাম (জেলা সেক্রেটারি, বিডব্লিউএফ) এবং মোঃ রিফাত হোসেন (সভাপতি, ইসলামী ছাত্রশিবির মহম্মদপুর উপজেলা-শাখা)।
সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
