মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় নানা আয়োজনে পালিত হলো, গনতান্ত্রিক ধারায় উন্নয়নের অগ্রযাত্রায় মাগুরা প্রেসক্লাবের ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের এক বছর পূর্তিতে আলোচনা সভা, কেক কাটা, মিষ্টি মুখ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে মাগুরা প্রেসক্লাবের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শালিখা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রব, মহম্মদপুর প্রেক্লাবের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুল, মাগুরা প্রেসক্লাবের সাংবাদিক শরিফ তেহরান আলম টুটুল, শাহিন আলম তুহিন, শরিফ স্বাধীন, শরিফ আনোয়ারুল হাসান রবিন, খায়রুজ্জামান সবুজ, নাঈমুর রহমান দূর্জয়সহ অন্যরা।
অনুষ্ঠাটি সঞ্চালনা করেন মাগুরা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক এ্যাড. মাসুম বিল্লাহ কলিংস।
