বিশ্বজিৎ সিংহ রায় স্টাফ রিপোর্টার: মাগুরার মহম্মদপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের প্রবীণ নারী হালিমা খাতুন (৯৫) আর নেই।
উল্লেখ্য হালিমা খাতুন মাগুরা জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আহসান হাবীব ও আমেরিকা প্রবাসী মোঃ হায়াতুর রহমান পনার মমতাময়ী মা।
তিনি ২২ নভেম্বর সন্ধ্যা সাতটায় যশোর সদর হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক।
স্থানীয় সূত্রে জানা যায়,হালিমা খাতুন ছিলেন ফুলবাড়ী গ্রামের মৃত আলহাজ্ব আব্দুর জব্বার মোল্লার সহধর্মিনী। ব্যক্তিজীবনে তিনি ছিলেন ধর্মানুরাগী,পরোপকারী ও শান্ত-স্বভাবের একজন আদর্শ নারী। মৃত্যুকালে তিনি দুই পুত্র, চার কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
২৩ নভেম্বর দুপুরে ফুলবাড়ী এতিমখানা মাঠ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানাজা শেষ ফুলবাড়ি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক, এলাকাবাসী সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
জানাজার পূর্বে মরহুমার জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব খলিলুর রহমান বাচ্চু এবং জ্যেষ্ঠ পুত্র মাগুরা জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো.আহসান হাবীব।
হালিমা খাতুনের মৃত্যুতে পরিবার,আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
