ঢাকাMonday , 24 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, ভাইরাল শেষ স্ট্যাটাসে শোকের ছায়া

Mahamudul Hasan Babu
November 24, 2025 8:03 am
Link Copied!

বাদশা আলম  ‎শেরপুর (বগুড়া) প্রতিনিধি :‎বগুড়ার শেরপুরে গ্রামীণ সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আরও একজন আহত হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত দুই বন্ধু হলো—গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মেহেদী হাসান (২০) এবং শেরপুর পৌরশহরের গোসাইপাড়া মহল্লার শাহাবুল হাসান (২০)। আহত হয়েছেন একই এলাকার উৎসব চক্রবর্তী (২০)।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথেই মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে একটি দোকানের শাটারে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে দুজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) লাল মিয়া।
‎শেরপুর থানার এসআই আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় শাহাবুল ও মেহেদী মারাত্মকভাবে জখম হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা দু’জনেই মারা যান। আহত উৎসব চক্রবর্তী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাহাবুল।
‎আহত উৎসব জানান, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। তারা তিনজনই কয়েকদিন আগে এইচএসসি পাস করেছেন।
‎এদিকে দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে নিহত শাহাবুল নিজের ফেসবুক প্রোফাইলে একটি নোট স্ট্যাটাস দেন— “সাদা কাপড়, মাটির ঘর, বাসের ছাড়নি।”
‎দুর্ঘটনার পর স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই এটিকে এক রহস্যময় পূর্বাভাবনা হিসেবে দেখছেন। স্বজনরা বলছেন, হয়তো এটি ছিল তার স্বভাবসুলভ রসিকতা, যা এখন বেদনাদায়ক স্মৃতি হয়ে রইল।