ঢাকাMonday , 24 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও ফার্নিচারের দোকান পুড়ে ছাই

Mahamudul Hasan Babu
November 24, 2025 8:02 am
Link Copied!

বাদশা আলম ‎ ‎শেরপুর (বগুড়া) প্রতিনিধি : ‎বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মাদ্রাসা পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও ফার্নিচারের দোকানের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ২৩ নভেম্বর  রবিবার দিবাগত রাত ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, গাড়ীদহ দাখিল মাদ্রাসার দপ্তরি রফিকুল ইসলামের বসতবাড়ি এবং তার ভাড়া দেওয়া একটি ফার্নিচারের দোকানে গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। দ্রুত খবর পেয়ে শেরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও বগুড়া সদরের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বসতবাড়িসহ পাঁচটি ঘরের সব মালামাল পুড়ে যায়।
‎ক্ষতিগ্রস্ত গৃহকর্তা রফিকুল ইসলাম বলেন, “ভাড়া দেওয়া ফার্নিচারের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আমার বসতবাড়িতে।” এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান। ফার্নিচার দোকানটির মালিক বাবু মিয়া।
‎শেরপুর ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনজুরুল আলম।