মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতা নূর মোজাহিদ স্বপন নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। নূর মোজাহিদ স্বপন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
রবিবার (২৩নভেম্বর) সন্ধ্যায় ভাঙ্গুড়া শরৎনগর বাজার এলাকায় বিএনপির পার্টি অফিসে এসে এ
ভাইরাল সম্পর্কে আমার সংবাদের প্রতিনিধি কে ভাইরাল সম্পর্কে বলেন খণ্ডিত বক্তব্য প্রচার না করে পুরো বক্তব্যটি শুনলেই বুঝা যাবে- আমি কী বলেছি আর কী বুঝাইতে চাইছি ।কেউ ভুল বুঝবেন না আংশিক ভিডিও দেখে ।, গত ২২ তারিখে চাটমোহর বিএনপির পাবনা ০৩এলাকার প্রার্থীর গন মিছিলে আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন সর্বস্তরের অংশ নেন। একটি মহলের লোকজন তার আমার বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপব্যাখ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। যা সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়পতিপন্ন করার উদ্দেশ্যে এমন ন্যক্কারজনক কর্মকাণ্ড করা হচ্ছে। তিনি বলেন, তিনি ২৫বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
ভাঙ্গুড়া উপজেলা বাসির ব্যাপক ভোটে জয়লাভ করে স্বর্ণপদক পেয়েছেন। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। দলের ভেতরে থাকা কতিপয় কিছু আওয়ামী লীগের দোসর, একটি রাজনৈতিক সংগঠনের সাথে হাত মিলিয়ে তার মতো ত্যাগী নেতার নামে এই কাজগুলো করে যাচ্ছেন। তাই সংবাদ পত্রের মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে হত্যা জানাতে চায় তিনি।
উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মোজাহিদ স্বপন আরও বলেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে এই কাজগুলো করে বেড়াচ্ছেন , তা মোটেও ঠিক নয়। আমার মনে হয় পক্ষান্তরে তারা ফ্যাসিস্টদের সহযোগিতা এবং উসকানি দিচ্ছে। খণ্ডিত বক্তব্য প্রচার না করে পুরো বক্তব্যটি শুনলেই বুঝা যাবে- আমি কী বলেছি ,আমি বলেছি ভাঙ্গুড়ায় বিএনপি’র পদ পদবী নিয়ে কেউ ধানের শীষের বাইরে এজেন্ট হতে পারবে না ।
আমি অন্যা কোন রাজনৈতিক দল কে উদ্দেশ্য করে বলিনি আমি আমার দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছি।
তবুও আমি মানুষ ভুলের উর্ধ্বে নয় আমার কথায় যদি কেউ দুঃখ কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খান, কৃষকদলের আহ্বায়ক আখিরুজ্জামান মাসুম, অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
