সেরিম রানা চরফ্যাশন প্রতিনিধি: ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় মানববন্ধন করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১ টার দিকে চর কচ্ছপিয়া নীলিমা জ্যাকব মাধ্যমিক বিদ্যালয় মাঠে
দক্ষিণ আইচা থানা ও চর মানিকা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চর মানিকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং দক্ষিণ আইচা থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইঞ্জি. এ,এইচ সোহেলের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন
চর মানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি মোঃ মহিউদ্দিন, থানা যুবদলের সিনিয়র নেতা মোঃ হান্নান বেপারী, সেলিম হাওলাদার, মোঃ কাদের, চর কচ্ছপিয়া নীলিমা জ্যাকব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ উদ্দিন নাছির এবং সহকারী শিক্ষকবৃন্দ, দক্ষিণ আইচা থানা ছাত্রনেতা সোহরাব হোসেন সোহেল, সাইফুল হাওলাদার, ফরহাদ হোসেন ডালিম, শহিদুল ইসলাম, ইভান, মিজান, চর মানিকা ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক – মোঃ আফজাল হোসেন সহ ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
