মিজানুর রহমান মিজান লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাটে দায়েরকৃত মামলা মিথ্যা দাবী করে সংবাদ সম্মেলন করেছেন তামান্না নামের এক ভুক্তভোগী নারী। সোমবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলার কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের মৃত বজলে রহমানের কন্যা ওই নারী।
সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন, গত ৫ ফেব্রুয়ারী টাকা ও মোবাইল চুরির কথিত অভিযোগে একটি মিথ্যা মামলায় তাঁকে এবং কয়েকজন দিনমজুরকে জড়ানো হয়। মামলাটি ওই উপজেলার তৎকালীন ওসি, ইউএনও এবং উত্তর বাংলা কলেজের অধ্যক্ষের যোগসাজশে হয়রানির উদ্দেশ্যে মোবাইল চোর হিসেবে চার্জশীটে উল্লেখ করা হয়েছে। যা ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক। ন্যায় বিচারের স্বার্থে মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি।
সংবাদ সম্মেলনে তামান্নার মা আমেনা শিরিন, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
