মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সোমবার বিকেলে মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মাগুরার নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত প্রশাসক সার্বিক মোঃ আব্দুল কাদের, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শামীম খান, মোহাম্মদ সাইফুল্লাহ,শরীফ তেহেরান আলম টুটুল, মাসুম বিল্লাহ কলিন্স,নাঈমুর রহমান দূর্জয়, জয়ন্ত জোয়ারদার, মনুজান খাতুন ও শিউলি আফরোজ সাথীসহ অন্যরা। মতবিনিময় সভায় বক্তারা জেলায় শিক্ষা,স্বাস্থ্য,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, রাস্তার পাশে অবৈধ দোকানপাটের দখল, টোপ (বিকাশ প্রতারক) কারেন্ট জালও মাদক নিয়ন্ত্রণ সম্পর্কে নানা মুখি সুপারিশ তুলে ধরেন। মতবিনিময় মাগুরা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
