রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে পৌর বিএনপির উদ্যোগে সাবেক সংসদ সদস্য আলহাজ সুলতান মাহমুদ বাবু বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ করেছেন। উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ
সোমবার (২৪নভেম্বর) সকালে পৌর বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম ঢালীর নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকা,হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক ও মহল্লায় নেতাকর্মীরা লিফলেট বিতরণ বিতারণ ও ভোটারদের দ্বারে দ্বারে ধানের শীষ প্রতীক ভোট চয়ে প্রচার- প্রচারণা করছেন।
গণসংযোগে নেতারা বলেন, “আলহাজ সুলতান মাহমুদ বাবু, ইসলামপুরে শিক্ষা,স্বাস্থ্য,রাস্তা-ঘাট যোগাযোগে গুরুত্বপূর্ণ উন্নয়ন অবদান রেখেছেন। জনগণ তাকে আবারও সুযোগ দেবে বলে আমরা বিশ্বাস করি।”
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ সভাপতি আহাম্মদ আলী,সাংগঠনিক সম্পাদক আবির আহাম্মেদ বিপুল মাস্টার,শ্রমিক দলের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন,পৌর বিএনপির সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন,উপজেলা বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাইদ খান লোহানী,
শ্রমিক দলের সহ সভাপতি বাদশা সরকার,তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হোসেন শাহ ফকির প্রমুখ। উপজেলায় ও পৌর বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম ঢালী বলেন,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ সুলতান মাহমুদ বাবু ধানের শীষ মার্কা প্রতীকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
