ঢাকাTuesday , 25 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেনের পক্ষে জনসংযোগ ও সমাবেশ

Mahamudul Hasan Babu
November 25, 2025 5:40 am
Link Copied!

বিশ্বজিৎ সিংহ রায় স্টাফ রিপোর্টার:। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় সরকার,যুব ও ক্রীড়া উপদেষ্টার সাবেক এপিএস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মোয়াজ্জেম হোসেন।তাঁর পক্ষে জনসংযোগ, লিফলেট বিতরণ ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।(২৪ নভেম্বর) সোমবার বিকেলে মহম্মদপুর সদরের আমিনুর রহমান কলেজ প্রাঙ্গণ থেকে মোয়াজ্জেম হোসেনের সমর্থিত নেতাকর্মীরা জনসংযোগ কর্মসূচি শুরু করেন।
পরে উপজেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এনসিপি নেতা ওবায়দুল্লা বিন হাফিজার প্রমূখ।
বক্তারা বলেন,মাগুরা-২ আসনে নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে মোয়াজ্জেম হোসেন জনগণের আস্থা
অর্জনে মাঠে নেমেছেন।
সমাবেশে সমর্থিতরা উপস্থিত হয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সমর্থন জানান।
জানা গেছে,আসন্ন নির্বাচনে মোয়াজ্জেম হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ধারাবাহিক ভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।