মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামী ৫নং, দ্বারিয়াপুর ইউনিয়নের উদ্যোগে গোয়ালদা বাস স্টান্ডে মঙ্গলবার রাতে গণসংযোগ উপলক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা ও ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমীর মোঃ আবু বক্কারের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মোঃ বাবর আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য,যশোর- কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য,জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলার ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাঈদ আহমদ বাচ্চু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আবদুল আউয়াল সবুর, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার, সাবেক সেক্রেটারী ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মোঃ মোফাজ্জল হোসেন, গয়েশপুর ইউনিয়ন আমীর
মাওলানা মোঃ আব্দুস সালাম, সেক্রেটারী মোঃ আসাদুজ্জামান, ইসলামী ছাত্র শিবিরের শ্রীপুর উপজেলা সভাপতি মোঃ হুজাইফাসহ জেলা উপজেলা ও ইউনিয়ন জামায়াত শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন আগামী সংসদ নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ নির্বাচন! এই নির্বাচনে যাতে সৎ ও যোগ্য লোক ক্ষমতায় এসে একটা মানবিক বাংলাদেশ গড়তে পারে সে জন্য সবাইকে আপ্রাণ চেষ্টা করতে হবে। বক্তারা আরো বলেন ভোট একটা পবিত্র আমানত! এ আমানতের দ্বায়িত্ব সবাইকে সঠিক স্থানে প্রয়োগ করতে হবে।
জনসভার পূর্বে ও পরে এলাকার বিভিন্ন স্থানে পথসভা, মহিলাসমাবেশ, গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন মাগুরা -১ আসনের দাড়ীপাল্লার কান্ডারী আলহাজ্ব আব্দুল মতিনসহ নেতৃবৃন্দ।
