রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ সাবেক তিন বারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া –এর দ্রুত রোগমুক্তি সুস্বাস্থ্য কামনায় করে জামালপুরে ইসলামপুরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫নভেম্বর) বিকালে চেয়ারপার্সন দেশনেত্রী ইসলামপুরে ধর্মকুড়া বাজার পৌরসভা মোড়ে এ দোয়া আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপির নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজসেবক মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান(ফরহাদ)। পৌর শাখার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ লিটন সভাপতিত্বে বিশেষ অতিথি,উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক জিএস জনাব শফিউল্লাহ বুলবুল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পনির আহম্মেদ ও জাকারিয়া প্রমুখ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করে মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেও দোয়া করা হয়।
দোয়া মাহফিলের শেষে ধর্মকুড়া বাজারে গণসংযোগ ও তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতারণ করেন।
