ঢাকাWednesday , 26 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিনদফা দাবিতে পঞ্চগড়ের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মবিরতি চলছে

Mahamudul Hasan Babu
November 26, 2025 2:29 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:প্রাথমিক সহকারী শিক্ষকদের ১১ টি সংগঠনের জোট “প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ” কর্তৃক ঘোষিত কর্মসূচি হিসেবে গত ২৩ নভেম্বর হতে ২৭ নভেম্বর পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি চলছে। এর মধ্যে দাবি পূরণ না হলে বার্ষিক পরীক্ষা বর্জন সহ ১১ ডিসেম্বর হতে লাগাতার অনশন কর্মসূচি চলবে। কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ কর্মসূচি পালিত হচ্ছে।
জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকেরা মূলত তিনটি দাবি নিয়ে জোরালো আন্দোলন করছেন।
দাবি গুলো হলো:- সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড দিতে হবে, চাকুরীতে ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর জটিলতা নিরসন করতে হবে এবং বিভাগীয় শতভাগ পদোন্নতি নিশ্চিত করতে হবে।
বোদা নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইয়াকুব আলী জানান, প্রাথমিকের সহকারী শিক্ষকদের দাবির সাথে আমরা সবাই একমত। সরকার যেন আমাদের দাবিগুলো মেনে নেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির বোদা উপজেলার শাখার সাধারণ সম্পাদক ও বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান বলেন, আমরা শিক্ষকেরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। সরকারের উচিত আমাদের দাবিগুলো মেনে নেয়া। আমরা মানুষ গড়ার কারিগর। আমরা অবহেলিত কেন হবো।
প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাহাবুব হাসান রাজু বলেন, আমরা প্রাথমিকের সহকারী শিক্ষকরা জন্ম থেকেই অন্ধকারে নিমজ্জিত। আমরা প্রতারণার শিকার বারবার আশ্বাসের শিকার। আমরা অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করতে চাই। ১১ তম গ্রেডের মাধ্যমে ১১ তম গ্রেডের প্রজ্ঞাপনের মাধ্যমে। ১১ তম গ্রেড আমাদের অধিকার। সারা বাংলাদেশের সরকারি শিক্ষকরা ন্যায্য অধিকারের দাবি ঐক্যবদ্ধ। আমাদের বিজয় অতি সন্নিকটে।