রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ ‘দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ইসলামপুর সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনের মাত্র আড়াই ঘন্টার মধ্যেই সাজানো পুরো প্রদর্শনী মাঠ ফাঁকা হয়ে যায়। এতে অনুষ্ঠানজুড়ে যে উৎসবের আমেজ তৈরি হয়েছিল,তা মুহূর্তেই মিলিয়ে যায়।
দৃষ্টিনন্দন প্যান্ডেল,সারিবদ্ধ স্টল,মূল স্টেজ—সব মিলিয়ে সপ্তাহব্যাপী প্রদর্শনীকে কেন্দ্র করে ছিল প্রাণবন্ত আয়োজন। কিন্তু অতিথিরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই একে একে স্টলগুলো ফাঁকা হতে শুরু করে। মাত্র আড়াই ঘন্টার মধ্যেই পুরো মাঠ ফাঁকা হয়ে যাওয়ায় বিষয়টি স্থানীয়দের মধ্যে হাস্যরস ও কৌতুকপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল আলীম জানান “সপ্তাহব্যাপী প্রদর্শনীর কার্যক্রম চলবে। উদ্বোধনী পর্ব শেষে সবাই স্টল ছেড়ে গেলে প্রদর্শনী অস্থায়ীভাবে ফাঁকা দেখাচ্ছিল।”
বুধবার(২৬নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজন এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় সপ্তাহব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্বল্পসময়ের মধ্যেই স্টলশূন্য হয়ে পড়া সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি করেছে।
