রাহাত শরীফ, গোপালপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল) বুধবার (২৬ নভেম্বর)২০২৫ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর হাসপাতালের আয়োজনে বেলা ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, বিভিন্ন ডেইরি ফার্ম ও প্রাণিসম্পদ উদ্যোক্তাদের অংশ উপজেলা পরিষদ মাঠে অয়োজকরা প্রদর্শনী মেলার উদ্বোধন করেন।
উপজেলা ভেটেরিনারি অফিসার অর্জুন দেবনাতের সঞ্চালনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোর্শেদের সভাপতিত্বে প্রদর্শনী মাঠে ২৩টি স্টলের মধ্যে আধুনিক প্রযুক্তির আল্ট্রাসনোগ্রাফি, খড় ও ঘাষ কাটার মেশিন, বিভিন্ন রোগ বালাই দমনের জন্য ঔষধ এবং উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, খরগোস, হাস-মুরগি, পাখির স্টল পরিদর্শন শেষে সমাবেশ মঞ্চে আলোচনা হয়।
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি’ এ প্রতিপাদ্যকে উপজীব্য করে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মোঃ গোলাম মোর্শেদ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শামীমা আক্তার,পল্লি বিদ্যুৎ এর ডিজিএম দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা সৌরভ দেবনাথ, কৃষি ব্যাংক ম্যানেজার আবু সাইদ আরাফাত প্রমুখ ।
