ঢাকাWednesday , 26 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা-২ আসনে জামায়াতের প্রার্থী এম বি বাকের নেতৃত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 26, 2025 5:31 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম বি বাকেরের নেতৃত্বে ২৬ নভেম্বর বুধবার রাতে মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামের পূর্ব পাড়ায় হাফিজার কাজীর বাড়ির প্রশস্ত উঠোনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর ও মাগুরা-০২ আসনের নির্বাচনী পরিচালক অধ্যক্ষ মাওলানা মহবুবুর রহমান, জামায়াতে ইসলামী মহম্মদপুরের সাবেক উপজেলা আমীর মাওলানা কবির হুসাইন,এবং মহম্মদপুর উপজেলার ভারপ্রাপ্ত আমির মাস্টার নজরুল ইসলাম।

এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা ন্যায়ভিত্তিক সমাজ গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে ইসলামী নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে আগামী নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্বকে বিজয়ী করার আহ্বান জানান।