রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭নভেম্বর) দুপুরে ইসলামপুর পৌরশহরের ধর্মকুড়া বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই এবং মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ,পাশাপাশি হামলার শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ফরহাদ খান অভিযোগ করেন,গত বুধবার বিকালে মলমগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে তার কর্মীদের ওপর সুলতান মাহমুদ বাবুর সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে অন্তত চারজন আহত হন। তিনি জানান, ঘটনাটি গুরুতর হলেও কোনো দুর্বৃত্তকে এখনো গ্রেফতার করা হয়নি।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন,দ্রুত অভিযুক্তদের গ্রেফতার না করা হলে বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জিএস শফিউল্লাহ বুলবুল,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ লিটন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পনির আহম্মেদ ও জাকারিয়া প্রমুখ।
