ঢাকাThursday , 27 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাবাকে বিদেশ পাঠিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন সৌরভ

Mahamudul Hasan Babu
November 27, 2025 12:44 pm
Link Copied!

ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ):মাত্র পনেরো বছরের কিশোর সৌরভ মিয়া। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কলক্তখাঁ গ্রামের বাসিন্দা। বাবাকে দুবাই পাঠাতে বুধবার দিবাগত রাত ১০টায় এসেছিলেন সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডে। বিদায়ও জানিয়েছেন বাবাকে। কিন্তু এই বিদায় যে শেষ বিদায় হবে তা না জানতেন বাবা, না জানতেন ছেলে সৌরভ। বাবাকে ঢাকার বাসে তুলে দিয়ে বাড়ি ফেরার পথে রাত ১২টার দিকে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে সৌরভকে বহন করা সিএনজিটি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে সজোড়ে আঘাত করলে ঘটনাস্থলে গুরুতর আহত হন কিশোর সৌরভ ও তার ভাই রায়হান মিয়া। স্থানীয় লোকদের সহযোগিতায় তাৎক্ষণিক সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকগণ সৌরভকে মৃত ঘোষণা করেন। আহত অন্য ৩ জনকে চিকিৎসা প্রদান করেন ডাক্তাররা। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান নিহতের আত্মীয় স্বজনরা। তখন সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভীমখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মো. আক্তার হোসেন। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সৌরভের দাফন সম্পন্ন হয়েছে। তিনি সিলেটে একজন রোগীকে নিয়ে হাসপাতালে আছেন জানিয়ে বলেন, কখন জানাজা বা দাফন হয়েছে সেটা ঠিক জানিনা।

দুর্ঘটনায় আহতরা হলেন নিহতের ভাই রায়হান মিয়া (১৭), একই গ্রামের বাসিন্দা রফিক মিয়ার ছেলে কয়েছ মিয়া (২০) এবং জুলহাস মিয়ার ছেলে রাহি মিয়া (১৭)। সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে দিরাই-মদনপুর সড়কের শান্তিগঞ্জ উপজেলা অংশের গাগলী গ্রামের সামনে।

খটনার খবর পেয়ে ঢাকার পথে রওয়ানা দেওয়া দুবাইগামী, হতভাগ্য পিতা আমির হোসেন বাড়ি ফিরে এসেছেন। তাঁর আর প্রবাসে যাওয়া হয়নি। আমি হোসেন দুই মাসের ছুটিতে বাড়ি এসেছিলেন। ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার সময় দুর্বিষহ এই ঘটনা নেমে আসে এই রেমিট্যান্স যোদ্ধার জীবনে।

স্থানীয়রা বলছেন, দিরাই-মদনপুর সড়কটির মোট দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। এই সড়কপথে দিরাই, শাল্লা ও জামালগঞ্জ উপজেলার লক্ষ লক্ষ মানুষের যাতায়াত। বিকল্প কোনো পথও নেই। সড়কটি একদম সরু এবং অসংখ্য বাঁক রয়েছে সড়কটিতে। বাঁকগুলো এত বড় যে অন্য প্রান্ত থেকে বুঝার উপায় নেই, অপরদিক থেকে আরেকটি গাড়ি আসছে। রাস্তা বড় করা, বাঁকে বাঁকে লুকিং মিরর বসানো ও ঘনবসতিপূর্ণ এলাকায় স্পিড বেকার বসানোর দাবি জানিয়েছেন তারা। চালকদেরও আরো সচেতনভাবে যান চালাতে অনুরোধ করেছে স্থানীয় লোকজন। এসময গাড়িগুলোর ফিটনেসের ব্যপারেও গুরুত্বারোপ করেন তারা।

মাও. ইলিয়াছ আলী নামের গাগলী গ্রামের এক বাসিন্দা বলেছেন, আমাদের গ্রামের সামনেই বড় বড় বাঁক রয়েছে এ সড়কে। সড়কটি খুবই ছোট। একটি গাড়ি আরেকটি গাড়িকে পাস দিতে বা ওভার টেকিং করতে পারে না। সড়কটি বিপজ্জনক। যত তারাতাড়ি পারা যায় তত তারাতাড়ি সড়কে স্পিড বেকার, লুকিং মিরর ও অন্যান্য দুর্ঘটনা রোধক বসাতে হবে।

শান্তিগঞ্জ থানার ওসি আবদুল আহাদ বলেন, রাতে ঘটনা ঘটায় আমরা খবরটি পাইনি। তবে কেউ একজন আমাদের মোবাইল ফোনে জানিয়েছেন। আমরা খোঁজ নিচ্ছি