রোকনুজ্জামান সবুজ জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে ইসলামপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার(২৭নভেম্বর) বিকালে উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব। অভিযোগ গুলোকে সাজানো নাটক বলে অভিহিত করেন। ঘটনার দিন এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছিল। কিন্তু ওই ঘটনাকে আমাদের রাজনীতি বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আমাদের কোনো নেতাকর্মী পরিকল্পিত হামলায় জড়িত নয়।
তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ নিজেদের অন্তর্দ্বন্দ্ব আড়াল করতে এবং রাজনৈতিক সুবিধা নিতেই এসব ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে। বিএনপির সাংগঠনিক ঐক্য নষ্ট করার অপচেষ্টা হিসেবেও আমরা এ অপপ্রচার দেখছি। মনোনয়নকে কেন্দ্র করে প্রতিপক্ষ একটি বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন,এ কে এম শহিদুর রহমান, পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালি,পৌর বিএনপির সহ-সভাপতি ডাক্তার শাহিনুর রহমান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাখমুদা নবাব, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদার, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাষ্টার,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোরাদুজ্জামান মোরাদ ও পৌর বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হোসেন শাহ ফকির প্রমুখ।
