ইকবাল বাহার, পঞ্চগড় অনলাইন বেলবন্ড বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে। ২৭ নভেম্বর, বৃহস্পতিবার সকাল সারে ৯টায় আয়োজিত এ সেমিনারে অনলাইন ভিত্তিক বেল আবেদন ও নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করার নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুজ্জামান। সেমিনারে আরও উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ আদম সুফি, বিচার বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও আইনজীবীরা।
এছাড়া জেলা ও দায়রা জজ আদালতের আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যারা অনলাইন বেলবন্ড ব্যবস্থার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ও বাস্তবায়ন বিষয়ে মতামত প্রদান করেন।
সেমিনারে অংশ নেন পঞ্চগড় জেলা কারাগারের প্রতিনিধিগণও। তারা কারাগার প্রশাসনের করণীয়, অনলাইন বেল প্রক্রিয়ায় সমন্বয়ের গুরুত্ব এবং প্রযুক্তির ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ মতামতদেন।
পুরো সেমিনারের সঞ্চালনা ও পরিচালনা করেন মোছা: মাহামুদা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পঞ্চগড়। তিনি অনলাইন বেলবন্ড ব্যবস্থার আধুনিক প্রয়োগ, সুবিধা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয় এবং অনলাইন বেল সেবা আরও কার্যকর করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
