বিশ্বজিৎ সিংহ রায় স্টাফ রিপোর্টার:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ পথসভায় এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত মাগুরা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,”মহম্মদপুর আমার জন্মভূমি।জন্মভূমির সঙ্গে কখনও বেইমানি করিনি,ভবিষ্যতেও করব না।আপনারা যদি আমাকে মূল্যবান ভোটে বিজয়ী করেন,আমি আপনাদের পাশে থাকব এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করব।
তিনি আরো বলেন,এই অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। বেকার সমস্যা দূরীকরণসহ সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতিও দেন তিনি। মধুমতি নদী, নবগঙ্গা ও সুধনালা খাল খনন করে জলাবদ্ধতা নিরসন ও কৃষির উন্নয়নে পদক্ষেপ নেওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন।
নহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বাবলু মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নহাটা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো.ইমদাদুল হক।
পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা,
মাগুরা জর্জ কোর্টের পিপি (নারী ও শিশু) ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড. এম এম রইস উদ্দিন,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এম শিপন বিশ্বাস,
আমিনুর রহমান কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরদার শাকিল প্রমূখ।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
