ঢাকাFriday , 28 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে যুবদল নেতা মাহফুদুজ্জামান লুলুর ওপর হামলার অভিযোগ

Mahamudul Hasan Babu
November 28, 2025 11:06 am
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলুর ওপর হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৭নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত ও পৌর বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক হাসান ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মিঠুন মিয়ার সঙ্গে খারাপ আচরণ করেন। এর প্রতিবাদ করায় তারা হামলা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতা অভিযোগ করেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব তাঁর ঘনিষ্ঠ কয়েকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন,যাদের অভিজ্ঞতা ও সাংগঠনিক যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের মতে, হাসমত ও হাসান অষ্টম শ্রেণি পর্যন্তও পাস করেননি তা সত্ত্বেও তারা কীভাবে ছাত্রবিষয়ক গুরুত্বপূর্ণ দায়িত্বে আসলেন এ প্রশ্নে দলের অভ্যন্তরে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় বেশ কয়েকজন নেতা জানান,দীর্ঘদিন ধরে রাজপথে সংগ্রাম করে যুবদলকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন মাহফুদুজ্জামান লুলু। তিনি আওয়ামী লীগ সরকারের সময় গত ১৭ বছরে একাধিকবার কারাবরণসহ নানা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এমন একজন ত্যাগী নেতার ওপর অল্পবয়সী কিছু ‘উশৃঙ্খল,অসৎ’ ও কালোবাজারি যুবকের হামলা মেনে নেওয়া যায় না বলে তারা মন্তব্য করেন।
দলীয় নেতৃবৃন্দ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে দলীয় পদ থেকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা এ ঘটনাকে দলীয় শৃঙ্খলা ও নৈতিকতার পরিপন্থী বলে উল্লেখ করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দলের একটি অংশ হামলার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।