মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে মুজদিয়া জামিউল উলুম কারিমিয়া শহিদুল ইসলাম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী মাদ্রাসা কমপ্লেক্সে এ ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক,খ এবং গ বিভাগে গজল, কিরাত ও দৌড় প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় মাদ্রাসার ৫ জন শিক্ষার্থী হিফজ প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মুজদিয়া জামিউল উলুম কারিমিয়া শহিদুল ইসলাম মাদ্রাসার সভাপতি মো. শহিদুল ইসলাম জোয়ার্দার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুমসহ মাদ্রাসার সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
