মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন শম্ভুগাঁও গ্রামের মোঃ আজিজ উদ্দিন সরকারের ছেলে মোঃ নুর আলম অভিযোগ প্রকাশ করে জানায়, নিজপাড়া ইউপি পরিষদ সংলগ্ন নিজের জমিতে দোকানঘর নির্মাণের সুবাদে একই ইউনিয়নের মৃত তহুজুদ আলীর ছেলে মোতাহার হোসেনের কাছে ২০১৬ সালে ২ টি দোকানঘড় শর্তসাপেক্ষে ভাড়া প্রদান করেন। পরবর্তীতে ভাড়া দোকান বাদে পাশ্ববর্তী জমিতে নিজেই দোকান ঘড় নির্মান করবে মর্মে প্রস্তাব দিলে ২০১৯ সালে ভাড়াটিয়ার কাছে ২ শতক জমি বিক্রয় করেন। জমি রেজিষ্ট্রীর সময় খানিক সময়ের মধ্যে যোগার করে দিবে মর্মে একলক্ষ পঞ্চাশ হাজার (১,৫০,০০০) টাকা না দিয়ে উল্টো ভাড়াকৃত দোকান ঘরসহ রাতারাতি ২ শতক জমি জোরপূর্বক দখলে নেয় মোতাহার গং। এরপর থেকে ততকালীন আওয়ামী সরকারের গোপাল এমপির আমলে বিভিন্ন সময়ে দলীয় নেতা-কর্মীদের নাম ভাঙ্গিয়ে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন ও মামলা হামলায় ফাঁসানোর হুমকি ধামকি দিয়ে আসছে এবং দোকানের ভাড়া প্রদান করছে না। এ ব্যাপারে উল্লেখিত জমি ক্রয়-বিক্রয়ের মাধ্যম ও উল্লেখিত জমি নিয়ে হওয়া যাবতীয় ঘটনার সাক্ষী কল্যানীর বুলবুল মুস্তাকিন উল্লেখিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ভাড়াটিয়া ব্যবসায়ী মোতাহার ও এলাকার বড় ভাই দোকান মালিক নুর আলমের মাঝে জমি বিক্রয় সহ টাকা লেনদেনের মাধ্যম হিসেবে উপস্থিত ছিলাম। আমার জানা মতে তিনি জমি বিক্রয়ের সম্পূর্ণ টাকা এখনো হাতে বুঝে পায়নি। উল্টো রেজিষ্ট্রিকৃত দলিলে ইউনিয়ন পরিষদ সীমানা সংলগ্ন ভাড়া দেয়া দোকানঘরের অংশ ০২ শতক বাদে পাশ্ববর্তী ০২ শতাংশ জমি বিক্রয়ের কথা স্পষ্ট ভাবে উল্লেখ করা থাকলেও মোতাহার নিজক্ষমতায় নির্মিত দোকানঘর সহ জমি জবর দখলে নেয় যা সম্পূর্ণভাবে অন্যায়। বিষয়টি সমন্ধে স্থানীয়দের মধ্যে অনেকেই জানেন ও বিভিন্ন মাধ্যমে একাধিকবার আপোষ মিমাংসার চেষ্টা করা হলেও উল্লেখিত বিরোধের কোন সুরাহা হয়নি। তবে নতুন অন্তঃবর্তী কালীন সরকার গঠনের পর দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আশাবাদী ভুক্তভোগী নুর আলম সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।