Mon. Nov 25th, 2024

গাইবান্ধায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ আদেশ দেন।  বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদুর রহমানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ বাবু। ২০১৭ সালের ১১ ডিসেস্বর গাইবান্ধার আমলি আদালতে মানহানির অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলাটি করেছিলেন জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন।  আইনজীবী মঞ্জুর মোর্শেদ বাবু বলেন, ‘মামলা দায়েরের পর তদন্ত শুরু হয় এবং দীর্ঘ সময় আদালতে বিচারকাজ চলছিল। সেইসঙ্গে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করা হয়। তবে আদালতে দাখিল করা সাক্ষ্য-প্রমাণ অপর্যাপ্ত বলে বিবেচিত হওয়ায় মাহমুদুর রহমানকে বেকসুর খালাস দেন আদালত।’  মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১৭ সালের ১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে অংশ নেন মাহমুদুর রহমান। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরকার শাহীদ হাসান লোটন ২০১৭ সালের ১১ ডিসেম্বর গাইবান্ধা আমলি আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন।

By shahin

Related Post

Leave a Reply