মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: বাংলাদেশের ৩ বারের প্রধান মন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি নেতা কাজী সালিমুল হক কামালের নেতৃত্বে মাগুরার বিনোদপুরে লাখো মানুষের অংশগ্রহণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে মাগুরা মহম্মদপুর উপজেলার বিনোদপুর স্কুল মাঠে স্থানীয় বিএনপি নেতা গোলাম আযম সাবুর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য জেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহম্মদপুর বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, আখতারুজ্জামান, শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুসহ আরো অনেকে।
বক্তারা দ্রুত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং মাগুরা-২ আসনে ধানের শীষে প্রার্থী বদল করে কাজী সালিমুল হক কামালকে মনোনয়ন দেয়ার জোর দাবী জানান।
