স্টাফরিপোর্টার মাগুরাঃ মাগুরার মহম্মদপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মুহাঃ শাহনুর জামানকে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে সোমবার (১ডিসেম্বর) তাকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত রেখে মহম্মদপুরে ইউএনও হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
এর আগে তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।তিনি ৩৫-তম বিসিএস ব্যাচের একজন প্রশাসনিক কর্মকর্তা বলে জানা গেছে।
দীর্ঘদিন পর মহম্মদপুরে নতুন ইউএনও পদায়ন হওয়ায় স্থানীয় সচেতন মহল জানিয়েছেন,তার যোগদানের মাধ্যমে উপজেলার প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি,স্বচ্ছতা ও সেবার মান আরও উন্নত হবে বলে তারা আশাবাদী।
