ঢাকাTuesday , 2 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাসাইলে গাড়ি রেখে পালালো ডাকাতদল

Mahamudul Hasan Babu
December 2, 2025 9:30 am
Link Copied!

শরীফুজ্জামান, বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:টাঙ্গাইলের বাসাইলে জীপগাড়ি(ঢাকা মেট্রো-ঘ ০২-১৮২২) রেখে পালিয়ে গেছে দেশীয় অস্র সজ্জিত ৫/৭ জনের সংঘবদ্ধ ডাকাতদের একটি দল।

সোমবার (১লা ডিসেম্বর) রাত সাড়ে বারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কে পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় ডাকাতদল উপজেলার কাঞ্চনপুর ইউপি‘র নলগাইরা বাজারে গাড়িটি রেখে পালিয়ে যায়।

এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ডাকাতদলের ব্যবহ্রত জীপগাড়ীটি উদ্ধার করে বাসাইল থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে বাসাইল থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী বাসাইল থানার কনষ্টেবল নূরুল ইসলাম জানান, আনুমানিক রাত পৌনে একটার দিকে ডিউটিরত অবস্থায় আমরা দ্রতগামী একটি জীপগাড়িকে দাঁড়ানোর জন্য সিগনাল দেই।গাড়ির চালক আমাকে চাপা দেবার চেষ্টাকরে চলে যায়। আমরা তাদের পিছু নিলে নলগাইরা বাজার এলাকায় গাড়িটি ফেলে পালিয়ে যায় তারা।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন,ডাকতদলের ফেলেযাওয়া জীপগাড়িটি নলগাইরা বাজার থেকে বাসাইল থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। টাঙ্গাইল থানায় মামলা দায়ের করা হবে এবং তাদেরকে গাড়িটি হস্তান্তর করা হবে।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, ডাকাতদল হাইওয়ে রোডে গরুব্যবসায়ীদের গাড়িকে টার্গেট করলে আমরা তাদের ধাওয়া করি এবং তারা বাসাইলের দিকে পালিয়ে যায়। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রকৃয়া চলমান।