ঢাকাTuesday , 2 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে বিজিবির রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের

Mahamudul Hasan Babu
December 2, 2025 10:55 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে দিবারাত্রি ২৪ ঘন্টা দেশের সীমান্ত সুরক্ষায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিজিবির উত্তর পশ্চিম রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের।
তিনি মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সরদারপাড়া বিওপির উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সরদার পাড়া বিওপি থেকে পার্শ্ববর্তী বিওপির দূরত্ব বেশি হওয়াতে এই নতুন বিওপি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। এই বিওপি উদ্বোধনের পর আভিযানিক কার্যক্রমের মাধ্যমে সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য পাচার, নারী ও শিশু পাচার রোধ করা সহ অবৈধ অনুপ্রবেশ রোধ করা হবে। বিজিবি সীমান্তে আস্থার প্রতীক সমুন্নত রাখতে পারবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
এসময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল সুরুজ আলী, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা সহ বিজিবির উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
তবে সীমান্ত সুরক্ষায় নতুন বিজিবি ক্যাম্পে স্থাপনে খুশি স্থানীয়রা।
রবিউল ইসলাম নামে এক স্থানীয় ব্যাক্তি বলেন, আমাদের সীমান্তে কাটাতারের বেড়া নেই। আগে খুব ভয়ের মধ্যে ছিলাম। চোরাচালান হতো, মাদক পাচার হতো। এখন ক্যাম্প স্থাপনে আমাদের নিরাপত্তা বেড়েছে। শান্তিতে ঘুমাতে পারবো। আমরা খুব খুঁশি।