মোঃ সাইফুল্লাহ,মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুরের বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী বিদায় শ্রদ্ধাঞ্জী অনুষ্ঠান শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের পক্ষ থেকে ০২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে প্রদান করা হয়েছে। কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহার সভাপতিত্বে বিদায়ী এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক কাউন্সিলের সাধারণ সম্পাদক ডক্টর আলমগীর বিশ্বাস ও একাডেমিক কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃ নাসিরুদ্দিন ইসলাম। সহকারী অধ্যাপক মোঃ আশরাফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার সাদাত।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
