ইসলামপুর(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তোহিদুর রহমানের বদলিজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙলবার(২ডিসেম্বর) সকালে ইসলামপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান।
ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের প্রাক্তন সভাপতি ও দৈনিক ইনকিলাবের ইসলামপুর প্রতিনিধি ফিরুজ খান লোহানী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের জামালপুর প্রতিনিধি খাদেমুল হক বাবুল, নাগরিক টিভির জামালপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমান, আজকের পত্রিকার প্রতিনিধি দোলন বিশ্বাস,পল্লীকন্ঠের আবদুস সামাদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন। এসময় আরও উপস্থিত ছিলেন—রহিমা সুলতানা মুকুল, রোকনুজ্জামান সবুজ,হোসেন রানা,লিয়াকত হোসেন লায়ন,ফিরুজ শাহ,সৈয়দ এনামুর রকিব,হোসেন শাহ, রন্জু মিয়া,মফিজ,পল্লবসহ প্রেসক্লাবের আরও অনেক সদস্য।
বক্তারা তোহিদুর রহমানের কর্মকালের বিভিন্ন উন্নয়নমূলক ভূমিকার প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মস্থলের জন্য শুভকামনা জানান।বিদায়ী ইউএনও তোহিদুর রহমানও সকলের সহযোগিতা,ভালোবাসা ও স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
