মোঃ রেজাউল করিম, লালমনিরহাট। জেকে বসেছে শীত। আর এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঠান্ডায় কাহিল এসব অসহায় ও দুস্থ মানুষদের কষ্ট কিছুটা লাঘব করতে ২ ডিসেম্বর (মঙ্গলবার) কুলাঘাট ইউনিয়নে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী ও সদস্যবৃন্দ। লালমনিরহাটের সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন পরিষদে ১৫০ জন দুঃস্থ, অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
