ঢাকাWednesday , 3 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বদলগাছীতে অবৈধ ৩ ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪০ হাজার টাকা

Mahamudul Hasan Babu
December 3, 2025 3:35 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (০৩ ডিসেম্বর) নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ছাড়া পরিচালিত তিনটি ইটভাটা মেসার্স ফাইম ইটভাটা, মেসার্স আলফালা ব্রিকস্ এবং মেসার্স নয়ন ব্রিকস্-এর বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়। এ সময় সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইন। তিনি বলেন, “পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনা সম্পূর্ণ অবৈধ। এসব ইটভাটা বায়ু দূষণ, কৃষিজমির ক্ষতি এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন জেলা পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল। দীর্ঘদিন ধরে অবৈধ ইটভাটার কারণে এলাকার ফসলি জমির ক্ষতি ও পরিবেশ দূষণের অভিযোগ ছিল। মোবাইল কোর্ট পরিচালনার খবরে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।