স্টাফরিপোর্টার মাগুরা।। মাগুরার মহম্মদপুরে আধুনিক মানুষ গড়ার একটি অনন্য প্রতিষ্ঠান আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে উৎসবমুখর পরিবেশে ক্লাস পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, আনন্দমুখর শৈশব নিশ্চিতকরণ এবং শিক্ষার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য ছিল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
বিভিন্ন বিনোদনমূলক প্রতিযোগিতা,কেক কাটার অনুষ্ঠান এবং শিক্ষণীয় আলোচনা সভা।
পুরো আয়োজনজুড়ে ছিল শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ বলেন,“প্রাথমিক পর্যায়ে শিশুদের মানসিক বিকাশের জন্য এমন ইতিবাচক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।আছিয়া প্রি-ক্যাডেট স্কুল এ ক্ষেত্রে একটি প্রশংসনীয় উদাহরণ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও প্রাক্তন অধ্যক্ষ মুহাঃ ফসিহ্য়ূর রহমান।তিনি বলেন,”শিক্ষার্থীদের আনন্দ,শৃঙ্খলা ও চরিত্র গঠনে আমরা শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সমান ভূমিকা আশা করি।
এ ধরনের অনুষ্ঠান শিশুদের মধ্যে সহযোগিতা,বন্ধুত্ব ও আত্মবিশ্বাস বাড়ায়।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক মাসুদ রানা,সাংবাদিক মোঃ মুরাদ হোসেন,খাইরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউপি সদস্য ইরানী মাসুদ,শিক্ষক,শিক্ষার্থী,সাংবাদিক ও অভিভাবকবৃন্দ।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র স্কুলের সহকারি শিক্ষক মোঃ শফিকুজ্জামান সবুজ।উল্লেখ্য,১৯৯৭ সালে প্রতিষ্ঠিত আছিয়া প্রি-ক্যাডেট স্কুল বর্তমানে প্লে-থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দক্ষ শিক্ষকদ্বারা আধুনিক শিক্ষার মাধ্যমে শিশুদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
