শাহীন রংপুর প্রতিনিধি :রংপুর থেকে প্রকাশিত দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে তারাগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রতিনিধি প্রবীণ কুমারের উদ্যোগে তারাগঞ্জ উপজেলায় তার অফিস কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সাপ্তাহিক তারার আলো পত্রিকার সম্পাদক খবির উদ্দিন প্রামাণিক; দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোহাম্মদ বুলবুল হোসেন; দৈনিক ভোরের ডাক ও নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি আলমগীর হোসেন লেবু, কালবেলা প্রতিনিধি লাতিফুল সাফি, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি আরিফ শেখ, দৈনিক আমার দেশ প্রতিনিধি আব্দুল্লাহিল শাহীন, চ্যানেল এস প্রতিনিধি মো. নাজিম ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক খলিলুর রহমান, রহমতমন্ডল, আব্দুর রাজ্জাকসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার অগ্রযাত্রা, দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ধারা এবং মানোন্নয়নের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
