ঢাকাThursday , 4 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য গ্রেডের দাবিতে কর্মবিরতি

Mahamudul Hasan Babu
December 4, 2025 1:41 pm
Link Copied!

রাহাত শরীফ গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ন্যায্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার সকাল থেকে তারা একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য জাতীয় বেতন কাঠামোয় ১০ম গ্রেড নিশ্চিত করার দাবি জানানো হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ফলে পেশাগত বৈষম্য দূর ও ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন।

এ সময় বক্তব্য রাখেন ফার্মাসিস্ট মোঃ সুরুজ্জামান, ফার্মাসিট নগদা সিমলা ইউনিয়ন আবুল কালাম আজাদ, রেডিও লজিস্ট মো. রহিজ উদ্দিন, ফার্মাসিস্ট মোঃ আরিফ, আরো উপস্থিত ছিলেন সকল ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজি বৃন্দ। এ সময় তারা বিভিন্ন স্লোগান বিয়ে কর্মবিরতি রাখেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা জনগণের স্বাস্থ্যসেবায় নিবেদিতভাবে কাজ করি। কিন্তু এখনো আমাদের ন্যায্য গ্রেড দেওয়া হচ্ছে না। ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

কর্মবিরতির কারণে হাসপাতালে বিভিন্ন পরীক্ষাগার ও ফার্মেসি সেবায় কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তবে জরুরি সেবা চালু রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে স্থানীয়রা মনে করছেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তাদের দাবি বিবেচনা করলে স্বাস্থ্যসেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানান, তাদের দাবি মানা না হলে তারা পরবর্তী ধাপের কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।