মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পশুপালন এবং অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স-এ উচ্চতর ডিগ্রি অর্জন করে সাধারণত উচ্চপদস্থ সরকারি চাকুরির স্বপ্ন দেখেন বেশিরভাগ মেধাবী শিক্ষার্থী। কিন্তু সেই পরিচিত গণ্ডির বাইরে এসে ব্যতিক্রমী এক পথের যাত্রী হয়েছেন কৃষিবিদ মোঃ ফসিউর রহমান মুকুল। কর্পোরেট জগতে ১৫ বছরের সুদীর্ঘ ও সফল ক্যারিয়ারকে পেছনে ফেলে তিনি বেছে নিয়েছেন উদ্যোক্তা জীবন—নিজের শেকড়ে, পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার সুলতানপুর গ্রামে স্থাপন করেছেন ‘ইম্পালস ভেটেরিনারি কোম্পানি’ এবং পরবর্তীতে ‘ইম্পালস এ্যানিমেল কেয়ার’ নামে একটি ক্যাটাগরি ১ (ভেট প্রিমিক্স) কারখানা।
উচ্চাকাঙ্ক্ষী পরিবারের সন্তান হয়েও, নিরাপদ জীবনের মোহ ত্যাগ করে, নিজের বাবার জমিতে এই কারখানা স্থাপনের মাধ্যমে মুকুল যেন প্রমাণ করেছেন, দেশ ও সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা যেকোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার চেয়ে অনেক বড়।
ত্যাগ ও স্বপ্নের ইমারত-মোঃ ফসিউর রহমান মুকুলের এই পথচলা মোটেও মসৃণ ছিল না। বিলাসবহুল জীবন ছেড়ে এসে এই প্রতিষ্ঠানকে দাঁড় করাতে তিনি পাড়ি দিয়েছেন নানা চড়াই-উতরাই। ফ্যাক্টরি স্থাপন, পরিচালনা এবং পণ্যের মান নিশ্চিত করতে গিয়ে তিনি নিজের মননশীল চিন্তা-চেতনা, প্রজ্ঞা, অর্থ, শ্রম, মেধা ও যোগ্যতা—সবকিছু উজাড় করে দিয়েছেন পল্লীর এই মাটিতে।
কৃষিবিদ মুকুলের ভাষায়, “দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সরকারের উচ্চপদস্থ চাকুরি না করে আমি উদ্যোক্তা হয়ে দিনরাত কাজ করে যাচ্ছি। আপাতদৃষ্টিতে হয়তো মনে হবে এটি একটি কঠিন সিদ্ধান্ত। কিন্তু যখন দেখি আমাদের উৎপাদিত পণ্য দেশের প্রাণিসম্পদ উন্নয়নে সামান্য হলেও ভূমিকা রাখছে, তখন মনে হয় সব ত্যাগ সার্থক।”
একটি উচ্চাভিলাষী পটভূমি থেকে আসলেও বর্তমানে প্রতিষ্ঠানটি চালাতে গিয়ে তাকে অত্যন্ত দারিদ্র্য জীবন যাপন করতে হচ্ছে। এখনো লোকসান গুনতে হচ্ছে প্রতিনিয়ত। তবুও তাঁর বুকভরা আশা: এই কারখানা একদিন উত্তরবঙ্গ ছাড়িয়ে সারাদেশের প্রাণিসম্পদ জগতে এক উল্লেখযোগ্য নাম হবে।
”আমাদের মিশন হলো বাংলাদেশের প্রাণিসম্পদ উন্নয়নে এবং প্রাণিজ আমিষের ঘাটতি পূরণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করা। আর আমাদের ভিষণ হলো ২০৩০ সালের মধ্যে ১০০ থেকে ১৫০ জনের নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করা।” – কৃষিবিদ মোঃ ফসিউর রহমান মুকুল
মনের গভীরতা, সমাজের প্রতি অঙ্গীকার মুহাম্মদ ফসিউর রহমান মুকুলের এই উদ্যোগ কেবল একটি ব্যবসার ক্ষেত্র নয়, এটি তাঁর মনের গভীরতম দেশপ্রেম ও মানবিকতার প্রতিচ্ছবি। তিনি চান প্রাণিসম্পদ জগতে এমন কিছু রেখে যেতে, যা দেশের পশুপালন খাতকে দীর্ঘমেয়াদে উপকৃত করবে। উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকায় একটি শিল্প স্থাপন করা মানে শুধু অর্থ উপার্জন নয়, বরং গ্রামের মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা। বর্তমানে তাঁর কোম্পানিটি ১৩টি পরিবারের কর্মসংস্থান সৃষ্টি করেছে, যা গ্রামীণ অর্থনীতিতে এক নতুন প্রাণ এনেছে। স্থানীয়দের কাছে তাঁর এই উদ্যোগ একটি আশার আলো। অল্প পরিসরে শুরু করলেও, এর মাধ্যমে তিনি উত্তরবঙ্গসহ সারাদেশের খামারীদের কাছে মানসম্পন্ন প্রাণী খাদ্য সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সরকারি সহায়তা ও ভবিষ্যতের পথরেখা-কৃষিবিদ মুকুলের এই মহতী ও সাহসী সিদ্ধান্তকে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও স্বাগত জানিয়েছেন। সরকারি উচ্চপদস্থ মহল থেকে তাঁর এই উদ্যোগকে কেবল সমর্থনই নয়, বরং পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে। এই সমর্থন তাঁকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। বর্তমানে ইম্পালস কোম্পানি বাংলাদেশের ৮টি জেলায় সরাসরি এবং আরও ১০টি জেলায় ডিস্ট্রিবিউটরশিপের মাধ্যমে তাদের সেবা প্রদান করছে। শিকড়ের টানে ফিরে আসা এই বাকৃবি গ্র্যাজুয়েট নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তাঁর ‘ভিষণ’ পূরণের লক্ষ্যে। পাবনার ভাঙ্গুড়ার এই প্রত্যন্ত গ্রাম সুলতানপুর একদিন দেশের প্রাণিসম্পদ উন্নয়নের মানচিত্রে উজ্জ্বল একটি বিন্দু হয়ে উঠবে—কৃষিবিদ মুকুলের স্বপ্ন এখন সেই বাস্তবতার দিকেই ধাবমান। তাঁর গল্প হাজারো উচ্চ শিক্ষিত যুবকের জন্য অনুপ্রেরণা, যারা কেবল চাকুরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন।
