এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার তিতাসে নদীতে গোসল করতে গিয়ে একই পরিবারের তিন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে কড়িকান্দি ইউনিয়নের রাজাপুর সংলগ্ন মনুপুরা বাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন-ওই এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে ইমন (আইচ্ছাইল্লা)-এর স্ত্রী রোজিনা আক্তার (৩৫) ও আরেক ছেলে ফারুক মিয়ার স্ত্রী শামসুন্নাহার বেগম (৪৫) এবং বাচ্চু মিয়ার নাতি শুক্কুর আলীর স্ত্রী রিনা বেগম (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে তিন নারী তিতাস নদীতে গোসল করতে নামেন। এ সময় কড়িকান্দি-রাজাপুর সড়কে চলাচলরত একটি হ্যান্ড-ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ঘাটের ওপর উল্টে পড়ে। ট্রাকটি সরাসরি ঘাটে থাকা তিনজনের ওপর উঠে গেলে তারা গুরুতর আহত হন।
এলাকাবাসীরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলেও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
হোমনা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার শাহ আলম বলেন, আমরা আসার পূর্বে এখান থেকে তিনজনের মৃতদেহ স্থানীয় কর্তৃক উদ্ধার হয়ে চলে গেছে। আসার পর আমরা নিজেরা সার্চ করেছি, নিচে আর মৃতদেহ নেই। আমরা পুলিশকে এ বিষয়ে অবহিত করেছি।
তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, একটি ট্রাক্টর-ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, খাদের নিচে ছিল তিতাস নদীর খালের একটি ঘাট, ঘাটে ৩জন মহিলা ছিলেন। ট্রাকটি উল্টিয়ে তাদের উপরে পড়লে, তারা ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থলে আমরা পুলিশ নিয়োজিত আছি এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।
