জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার : উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অসহায় ও ছিন্নমূল মানুষ যখন শীতে কাবু, ঠিক তখনই ১ হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন উইমেন ইনিশিয়েটিভস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সাড়ে এগারটায় শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে উদয়াঙ্কুর সেবা সংস্থার আয়োজনে এলিট গ্রুপ ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলিট গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার এএসএম. এমডি তোজাম্মেল হোসাইন, ম্যানেজার নজরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার, নুরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার সাইফ উদ্দিন, ডেপুটি ম্যানেজার নাজমুল ইসলাম, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, রিফ্লেকশন একশন সার্কেল এর নেতৃবৃন্দসহ আরো অনেকে।
কম্বল পেয়ে অসহায় জাহানারা বেওয়া (৫৫) বলেন, মোসলেম উদ্দিন(৫৮) মনছার আলী সহ অনেকে দাতা সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানান।
