ঢাকাThursday , 4 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা -২ আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
December 4, 2025 1:52 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার কাতলী গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শালিখা উপজেলার উদ্যোগে ৩ ডিসেম্বর বুধবার রাতে বিশাল এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উক্ত উঠান বৈঠকটির পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসাহমুখর।

উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, মাগুরা-০২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এমবি বাকের। তিনি দেশের বর্তমান প্রেক্ষাপট, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে করণীয় তুলে ধরেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতে ইসলামীর যুবও ক্রীড়া বিভাগের সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, জামায়াতে ইসলামী শালিখা উপজেলার আমীর সহকারী অধ্যাপক মাওলানা আফসার আলী, শিবিরের জেলা সেক্রেটারী মোঃ জুবায়ের হোসেনসহ অন্যরা।

বৈঠকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ অংশগ্রহণ করেন। বক্তারা ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা, জনগণের কল্যাণে কাজ করা এবং শান্তিপূর্ণ পরিবর্তনের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।