ঢাকাFriday , 5 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিদায়ী সংবর্ধনা পেলেন রাণীনগরের ওসি

Mahamudul Hasan Babu
December 5, 2025 12:30 pm
Link Copied!

মনোরঞ্জন চন্দ্র,রাণীনগর ( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হানকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনসহ অফিসার্স ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি সারা দেশের থানার ওসিদের বদলি করা হয়। সেই বদলীর আওতায় রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার সন্তান আব্দুল হাফিজ মো: রায়হানকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

বিদায়ী ওসি আব্দুল হাফিজ মো: রায়হান বলেন রাণীনগর থানায় দশ মাস দায়িত্ব পালন করার সময় তিনি উপজেলা প্রশাসন, উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা পেয়েছেন। বিশেষ করে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রত্যন্ত অঞ্চলের সঠিক তথ্য দিয়ে সাংবাদিক ভাইয়েরা যে সহযোগিতা করেছেন তা ভুলবার নয়। আশা রাখি উপজেলার সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আগামীতেও এই ধরণের সহযোগিতা তারা অব্যাহত রাখবেন। এছাড়া চলার পথে সকল ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামীর পথচলার জন্য উপজেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি ।