ঢাকাFriday , 5 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে পবিত্র কোরআনুল কারীম ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে কটুক্তির প্রতিবাদে মুসলিম জনতার মানববন্ধন

Mahamudul Hasan Babu
December 5, 2025 12:41 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে কুখ্যাত ভন্ড বাউল আবুল সরকার কর্তৃক পবিত্র কুরআনুল করীম ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে কটুক্তির প্রতিবাদ ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মুসলিম জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম্মা গাংনীতে সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে গাংনী বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গাংনী বাজারের বড় জামে মসজিদের পেশ ইমাম ও গাংনী উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে বাদ জুম্মা ভন্ড বাউল আবুল সরকারের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিতে এবং তার দোসর যে সমস্ত ভন্ড বাউল ফকির তার মুক্তির দাবিতে গত বৃহস্পতিবার মানববন্ধন করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে গ্রেফতারকৃত আবুল সরকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও তার দোসর মানববন্ধনের নামে যারা মুক্তির দাবি জানিয়েছেন সেসব মুসলিম বিরোধী ভন্ড ফকিরদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়ে বক্তব্য উপস্থাপন করেন, গাংনী উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওন, গাংনী সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মন্ডলী, গাংনী খানকায়ে নেছারিয়া ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষকমন্ডলী, বিভিন্ন মসজিদের ইমাম ও মুসুল্লীবৃন্দ মানববন্ধনে অংশগ্রহন করেন।