মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরা -১ আসনে ব্যাপক নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য সাবেক জেলা আমীর, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন।
তিনি ০৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলা শ্রীকোল ও ১৮ খাদা ইউনিয়নসহ মাগুরা -১ আসনের বিভিন্ন স্থানে উঠান বৈঠক, গণসংযোগ, এলাকার বিশিষ্ট জনদের সাথে সাক্ষাৎ, খেলাধুলার উদ্বোধন ও পুরস্কার বিতরণীসহ নানাবিধ সামাজিক কার্যক্রমে অংশ করছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, জেলা যুব ও ক্রীড়া সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর অমুসলিম বিভাগের সাংগঠনিক সম্পাদক প্রনয় কুমার বিশ্বাস, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, শ্রীপুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা আমিরুল ইসলাম , শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ অলিউর রহমান, শ্রীপুর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ মুক্তার হুসাইন, সেক্রেটারী মোঃ মুজাফফর হোসেন মুন্না, শ্রীকোল ইউনিয়ন জামায়াতের আমীর এম হাসিবুর রহমান রিপন, রিকশা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের শ্রীপুর উপজেলা সভাপতি মোঃ শাজাহান আলী মোল্লাসহ জেলা উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।,
এর পূর্বে তিনি সদর উপজেলার হাজীপুরে গন সংযোগসহ ইউনিয়ন পরিষদ চত্বরে বিশাল এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
