মোঃ সাইফুল্লাহ : রাজধানী ঢাকার মিরপুর ল কলেজে ৫ ই ডিসেম্বর ২০২৫ শুক্রবার থেকে দুই দিনব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
ভর্তি মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ জাকের হোসেন ।
উক্ত কলেজের অধ্যক্ষ খোন্দকার মোদারেস এলাহীর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় নেতা মোঃ সোহরাব হোসেন মোল্লা, মোহাম্মদ মনির হোসেন, ছাত্রনেতা সজল বাদশা, ছাত্র নেতা মোঃ মাজহার হোসেন, মোহাম্মদ রেজওয়ান,মোঃ মশিউর রহমান,মোঃ মাসুদ রানা, মোছাঃ তানজিলা হক নিপা,মোছাঃ লিজা খাতুন, শ্যামলী ইয়াকুব রাসেল।
শিক্ষক এবং কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ জাকির হোসেন।
এদিকে মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন মিরপুর ল কলেজের জাতীয়তাবাদী আইন ছাত্রফোরামের আহ্বায়ক ছাত্রনেতা নাজমুল হোসাইন বাবু।
