জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার: আজ ৬ ডিসেম্বর, গৌরব ও বীরত্বের প্রতীক কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর দখল থেকে মুক্ত হয় সীমান্তবর্তী কুড়িগ্রাম জেলা। মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধ, সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা এবং সম্মিলিত শক্তির মুখে পিছু হটতে বাধ্য হয় দখলদার বাহিনী।
মহান স্বাধীনতা যুদ্ধের সে মাহেন্দ্রক্ষনে কুড়িগ্রামের মুক্তিকামী মানুষের বিজয়োল্লাসে মেতে উঠে। মুক্তিযুদ্ধকালীন সময়ে ৬ ও ১১ নম্বর সেক্টরের অধীনে ছিল গোটা কুড়িগ্রাম অঞ্চল। শুধুমাত্র ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন রৌমারী থানা ছিল মুক্তাঞ্চল। সেখানেই চলত মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষন। নভেম্বরের প্রথম থেকেই মিত্র বাহিনীর সাড়াশী আক্রমন তীব্র হতে থাকে। একে একে পতন হতে থাকে পাক সেনাদের শক্ত ঘাঁটিগুলো। নভেম্বরেই হানাদার মুক্ত হয় ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, চিলমারী, উলিপুরসহ বিভিন্ন এলাকা। এরপর পাক সেনারা শক্ত ঘাঁটি গড়ে তোলে কুড়িগ্রাম শহরে। কুড়িগ্রামকে মুক্ত করতে মিত্র বাহিনীর বিমান হামলায় বেসামাল হয়ে পড়ে পাক সেনারা।
৫ ডিসেম্বর মিত্র বাহিনীর সাড়াশী আক্রমনে তারা পিছু হটতে বাধ্য হয়। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ ৬ ডিসেম্বর। কুড়িগ্রাম হয় হানাদার মুক্ত। মুক্ত কুড়িগ্রামে মুক্তিযোদ্ধারা বিকেল ৪ টায় শহরে প্রবেশ করে নতুন শহরস্থ ওভারহেড পানির ট্যাংকসহ বিভিন্ন স্থাপনার ওপর স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে। সেদিন মুক্তিযোদ্ধাদের স্বাগত জানাতে হাজারো মুক্তিকামী জনতা রাস্তায় নেমে এসে মিলিত হয় বিজয় মিছিলে।
