মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে সহকর্মীদের বিরুদ্ধে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় উপজেলার জুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পপি আক্তারের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে উপজেলা শিক্ষা অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেছেন ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সহ ৫জন শিক্ষক ও আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। জানাগেছে, জুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পপি আক্তার তার ফেইসবুক আইডিতে গত ১২ আগস্ট ২০২৪ ও ০৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে পৃথক পৃথকভবে তার সহকর্মীদের নামে অপপ্রচার চালিয়ে শিক্ষকদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে হেয় প্রতিপন্ন করেছেন। উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, সহকারী শিক্ষক পপি আক্তার এলাকার লোকজনকে খুশি রাখাবার জন্য কিংবা বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণকে উর্ধতন কর্তৃপক্ষের কাছে অপরাধী বানিয়ে অন্য বিদ্যালয়ে বদলী করবার অপচেষ্টা সরূপ উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিরুদ্ধে নাম উল্লেখ সহ মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন এবং মনগড়া তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। এব্যাপারে সহকারী শিক্ষক পপি আক্তারের সাথে কথা বললে তিনি বলেন, গত ০১ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় বিদ্যালয়ে এসে বিষয়টি নিয়ে তদন্ত করেছেন। এটা ডিপার্টমেন্টের বিষয়। উর্ধতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিবেন তা আমি মেনে নিব। উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান বলেন, পৃথক পৃথক দু’টি অভিযোগপত্র গত ১২/০৯/২০২৪ তারিখে পেয়েছি। সহকারী শিক্ষিকা পপি আক্তার ম্যাডামকে অফিসে ডেকেছিলাম, ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার কথা শিকার করেছেন। এব্যাপারে জেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে রিপোর্ট পাঠিয়েছি। জেলা শিক্ষা অফিসার সমেস চন্দ্র মজুমদার বলেন, বিষয়টি তদন্ত করেছি । তদন্তের পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আরও তদন্ত করতে হবে, সময় লাগবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান বলেন, আমি ওই বিদ্যালয়ে গেছি। সহকারী শিক্ষিকা পপি আক্তারের ওই এলাকায় জনপ্রিয়তা আছে। তবে সহকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করাটা ঠিক করেননি। তিনি চাকুরী বিধি লংঘন করেছেন কি না তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যাবে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজা আল মামুন ও সাধারণ সম্পাদক বাহারাম সিদ্দিকী বলেন, সহকারী শিক্ষিকা পপি আক্তার সহকর্মী শিক্ষকদের বিরুদ্ধে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে শিক্ষক সমাজকে হেয় করেছে।শিক্ষক সমাজের মান সম্মান ক্ষুন্ন করেছে। এর বিরুদ্ধে প্রায় চারশত শিক্ষকের সাক্ষরিত পিটিশন উপজেলা শিক্ষা অফিসার বরাবরে দাখিল করা হয়েছে। অভিযোগ দাখিলের প্রায় এক মাস হলেও কর্তৃপক্ষ এর কোন ব্যবস্থা গ্রহণ করেননি। অভিযোগের প্রেক্ষিতে কোন ব্যবস্থা গ্রহণ না করলে শিক্ষকদের সম্মান রক্ষার্থে উপজেলা শিক্ষক সমিতি আন্দোলনে নামতে বাধ্য হবে।