Mon. Nov 25th, 2024

গাংনীতে প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গাংনী উপজেলা শাখা কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে জাঁকজমকপূর্ণ ভাবে অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান বকুল।
গাংনী উপজেলা শিক্ষক সমিতিতে সর্ব্ব সম্মতিতে আক্তারুজ্জামান বকুলকে সভাপতি ও সেলিম আহম্দেকে সভাপতি মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির সকলকে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাংনী উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি সাহাব উদ্দীন ।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.আবুল কাশেম।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান শাহীন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান চৌধুরী লিটন,মেহেরপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু ও সাধারন সম্পাদক সাদিক ওয়াহিদ লিওন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই গাংনী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, সম্পাদকসহ সকল সদস্যবৃন্দকে ফুলের মালা ও রজনীগন্ধার ষ্টিক দিয়ে বরণ করে নেয়া হয়। প্রধান অতিথি তাদের ফুলের মালা ও ব্যাজ পরিয়ে শুভেচ্ছা জানান।
সহকারী শিক্ষক লাবণী আক্তার ও রোকুনুজ্জামান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন, গাংনী উপজেলা শাখা কমিটির সভাপতি আক্তারুজ্জামান বকুল, কমিটির কমিটির সিনিয়র সহ সভাপতি ও সাহারবাটি ইবাদতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার আলী,এবং উপজেলা কমিটির সেক্রেটারী সেলিম আহমেদ প্রমুখ। বক্তারা প্রাথমিক শিক্ষকদের বৈষম্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দেয়ার দাবি তুলে ‘এক দফা এক দাবি’ আদায়ে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষন করেন।

Related Post

Leave a Reply